ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

জাপান-হল্যান্ডের সামনে দ্বিতীয় পর্বের হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১০

ঢাকা: বিশ্বকাপের ‘ই’ গ্রুপের খেলায় শনিবার জাপানের মুখোখুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হল্যান্ড। দু’দলই প্রথম রাউন্ডের জয়ী দল।

উভয় দলেরই লক্ষ্য এ ম্যাচেই দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিত করা।

শক্তির বিচারে ডাচরা এগিয়ে। কিন্তু আফ্রিকার অদম্য সিংহ ক্যামেরুনকে হারানোয় ব্লু সামুরাইরাও প্রতিপক্ষের সমীহ আদায় করছে। ডারবানের মোসেস মোভিদা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হবে খেলা।

সোমবার ডেনমার্ককে ২-০ গোলে হারালেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার ব্যাপারে খুব বেশি নির্ভার হতে পারছে না হল্যান্ড। বিশ্বকাপে আগে কখনোই দেখা হয়নি এই দুই প্রতিপক্ষের। তবে গত বছর এক প্রীতি ম্যাচে ব্লু সামুরাইদের ৩-০ গোলে হারিয়েছিলো ডাচরা।

লড়াকু জাপানীরা ভুলে যায়নি সেই ম্যাচের কথা। এবার ফিরিয়ে দেওয়ার পালা। ডাচ তারকা ওয়েসলে স্নেইডারও সে কথাই মনে করিয়ে দেন,“খেলার প্রথম ঘন্টায় আমাদের কোণঠাসা করে রেখেছিল জাপান। যদিও শেষ পর্যন্ত আমরাই জিতেছি। ”

কোচ মারউইক স্নেইডার পেছনের সে ম্যাচকে ভুলে যেতে বলেছেন। তিনি বলেছেন,“ওই একটি ম্যাচেই তারা আমাদের সঙ্গে লড়াই করেছে। বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে নাও। ’’

মোসেস মোভিদা থেকেই শীর্ষ ষোল’র টিকেট কাটতে চায় হল্যান্ড। তবে শিষ্যদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ব্যাপারে সতর্ক করেছেন মারউইক। ডাচ কোচ বলেন,‘‘কখনো কখনো আমরা আত্মতুষ্টিতে থাকি। আর সেটাই আমাদের জন্য কাল হতে পারে। প্রথম দিন থেকেই সবাইকে এটা বলে আসছি আমি। আমাদের অবশ্যই ফাঁদে পা দেওয়া চলবে না। ’’

এদিকে জাপানিরাও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। দলের মাঝমাঠের খেলোয়াড় ইয়াসুহিতো এন্দো বলেন,“এটা সহজ খেলা হবে না। লড়াইয়ের আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ’’  

ব্লু সামুরাইদের উদ্দেশে কোচ ওকাদা বলেন,‘‘কে কী বললো তাতে কিছু আসে যায় না। আমি এমন খেলোয়াড়দেরই মাঠে নামাবো যারা আমাকে তিন পয়েন্ট (জয়) এনে দেবে। ’’

জাপান সম্ভাব্য একাদশ: এইজি কাওয়াসিমা, ইয়ুকি আবে, ইয়ুজি নাকাজাওয়া, তুলিও, ইয়ুচি কোমানো, ইয়ুতো নাগাতোমো, ইয়ুশিতো ওকুবো, ইয়াসুহিতো এন্দো, মাকোতো হাসিবে, দাইসুকে মাতসুই, কেইসুকে হোন্ডা।

হল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্তেন স্টেকেলেনবার্গ, গ্রেগরি ফন ডার উইয়েল, জন হেইটিঙ্গা, জরিস মাথিসেন, জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট, ডার্ক কুইট, মার্ক ফন বোমেল, ওয়েসলে স্নেইডার, নাইজেল ডি জং, রাফায়েল ফন ডার ভার্ট, রবিন ফন পার্সি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৪ ঘ. ১৮ জুন, ২০১০
এএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।