ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

হকির সংবাদ সম্মেলন স্থগিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১১
হকির সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকা: বাংলাদেশে অনূর্ধ্ব-১৪ খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম তদারকি ও স্থানীয় কোচদের উন্নত প্রশিক্ষণ প্রদানের জন্য ডাচ হকি বিশেষজ্ঞ বার্ট বার্ন্নিক শুক্রবার ঢাকায় এসে না পৌঁছানোয় হকি ফেডারেশনের নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের কথা জানিয়েছে ফেডারেশন।



হকি ডেভলেপমেন্ট কমিটির সভাপতি সম্পাদক হাসান উদ্দিন শিমুল বাংলানিউজকে বলেন,“এক আরোহী গুরুতর অসুস্থ হলে বার্টকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করে তুরস্কে। এজন্য অন্য একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকায় আসবেন তিনি। আশা করি, শনিবারের মধ্যেই এসে পৌঁছাবেন বার্ট। ”

বার্ট ঢাকায় ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় কোচদের নিয়ে একটি কর্মশালা পরিচালনা করবেন। এছাড়া দেশের ৩২টি জেলায় আয়োজিত খেলোয়াড় প্রশিক্ষণ কার্যক্রমের বিষয় দেখতে বিভিন্ন ভেন্যু পরিদর্শনেও যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।