ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জহিরের দীর্ঘমেয়াদে খেলা নিয়ে উদ্বিগ্ন কপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১
জহিরের দীর্ঘমেয়াদে খেলা নিয়ে উদ্বিগ্ন কপিল

লন্ডন: চোটআক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন ভারতের পেসার জহির খান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ৮৩’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, চোট কাটিয়ে দীর্ঘমেয়াদে মাঠে থাকতে হলে দারুণ কিছু করতে হবে জহিরকে।



ভারতের হয়ে ১৩১ টেস্ট খেলে ৪৩৪টি উইকেট নিয়েছেন কপিল। স্বদেশী জহির ৭৯ টেস্টে শিকার করেছেন ২৭৩ উইকেট। গত জুলাই ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান জহির।

কপিল বলেন,“খেলায় যদি একজন পেসার শুরুতে এমন চোটআক্রান্ত হয়, সেটা কাটিয়ে উঠা খুবই কঠিন। তাই জহিরকে মাঠে ফিরতে অসাধারণ কিছু করতে হবে। অন্যথায়, সে হয়তো কিছু ম্যাচ খেলতে পারবে। কিন্তু আবারও চোটে পড়বে সে। ”

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।