ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

সিরিজে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১
সিরিজে এগিয়ে ইংল্যান্ড

রোজ বোল : ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে সফরকারী ভারতকে সাত উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিকরা।



সাউদাম্পটনের রোজ বোলে বৃষ্টির কারণে ম্যাচ ২৩ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে অজিঙ্কা রাহানে ও রাহুল দ্রাবিড়ের ৭৯ রানের জুটিতে অবস্থান দৃঢ় করে সফরকারীরা। কিন্তু এরপরই গর্জে ওঠেন দুই বোলার টিম ব্রেসনান ও গ্রায়েম সোয়ান। তাদের মারাত্বক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অধিনায়ক ধোনির দল। তবে শেষ দিকে সুরেশ রায়নার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ গড়ে ভারত।

সর্বোচ্চ ৫৪ রানের ইনিংসটি খেলেন রাহানে। এছাড়া রায়না ৪০ ও দ্রাবিড় ৩২ রান করেন।

টিম ব্রেসনান ও গ্রায়েম সোয়ান প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রেগ কিসওয়েটারের ব্যাটে সহজ জয়ের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। দলীয় ৬৭ রানে কিস ওয়েটার সাজঘরে ফিরলেও দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই ক্রিজ ছাড়েন কুক। ৫ বল হাতে রেখেই তিন উইকেটে ১৮৮ রানের লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

কুক ৬৩ বল খেলে ৮০ রানে অপরাজিত থাকেন। এছাড়া কিসওয়েটার ৪৬ ও ইয়ান বেল ২৫ রান করেন।

রবিচন্দ্রান অশ্বিন দুটি ও বিনয় কুমার একটি উইকেট পান।

ম্যাচ সেরা হন অ্যালিস্টার কুক।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘন্টা, ৭ সেপ্টেম্বও, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad