ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আর্জেন্টিনার পর নাইজেরিয়াও বিদায় নিয়েছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১

ঢাকা: গভীর রাতে ও সকালে দুই দলে ভাগ হয়ে ঢাকা ছেড়েছে আর্জেন্টিনা দল। বিমান বন্দরে তাদেরকে বিদায় জানান বাফুফে কর্মকর্তারা।



বুধবার রাত চারটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসিসহ সাত-আটজনের একটি দল। বাকি খেলোয়াড়রা ঢাকা ছেড়েছেন সকাল আটটায়। এ সময় বাফুফে সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর, কাজী নাবিল আহমেদ, সদস্য হাসানুজ্জামান খান বাবলু, সত্যজিত দাস রূপুসহ  আরো কয়েকজন কর্মকর্তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আর্জেন্টিনা দলকে বিদায় জানান। এর আগে বাফুফের পক্ষ থেকে পিতলের নৌকা উপহার দেওয়া হয় মেসিদের।

অপরদিকে নাইজেরিয়া দলের খেলোয়াড়রা সন্ধ্যা সাতটা ও রাত সাড়ে নয়টায় ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ৭ সেপ্টেম্বও, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।