ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মেসি গোল করেন না গোল করান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১১
মেসি গোল করেন না গোল করান

ঢাকা: একটি গোল মহানায়কের চাই। দেবে ভাই একটি গোল।

গোলের বাজার থেকে গঞ্জালো হিগুয়েন, ডি মারিয়ারা গোল নিয়ে গেলেন। লিওনেল মেসি একটিও পেলেন না।
 
আরে বুদ্ধু মেসি তো গোল করেন না গোল বানিয়ে দেন। হিগুয়েন এবং ডি মারিয়ার গোলের উৎস ছিলেন মেসি। আর্জেন্টিনার প্রথম গোল পেয়েছেন গঞ্জালো হিগুয়েন। মেসির লব থেকে বল পেয়ে গোল লাইনের খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন।

দ্বিতীয় গোলে মেসির নামের পাশে লিখে দিলেও পারতেন রেফারি। নাইজেরিয়ার চারজন ডিফেন্ডারের ফাঁক গলে বল নিয়ে বেরিয়ে যান গেম মেকার। বক্সের ডানপ্রান্ত থেকে মাইনাস করেন। বাঁপ্রান্তে আগুয়ান ডি মারিয়া প্লেসিং শটে নিশানা ভেদ করেন।

প্রথমার্ধের খেলা শেষ। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ দেয় নাইজেরিয়া। কিন্তু ৬৫ মিনিটে আরেকটি গোল পেয়ে যায় আর্জেন্টিনা। এবারের গোলের উৎসও লিওনেল মেসি।

নিন্দুকের মুখে চুনকালি। গোল না করেও যে গোলের স্বাদ পাওয়া যায় সেটা মেসির কাছ থেকে শিখে নিতে পারেন। তিনি তো দেশের জন্য খেলেন। নিজের গোলের জন্য অন্যকে গোলবঞ্চিত করেন না। দলের জয়ের বিশালত্বের কাছে নিজের গোল অর্জন তুচ্ছ বিষয় মেসির কাছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।