ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্চারির মিলন কোয়ার্টার ফাইনালে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
আর্চারির মিলন কোয়ার্টার ফাইনালে

ঢাকা: বাংলাদেশি আর্চার ইমদাদুল হক মিলন যুব অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বুধবার রিকার্ভ বো ইভেন্টে কানাডার টিমোন পার্ককে ৬-২ পয়েন্ট হারিয়েছেন তিনি।


বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফিনল্যান্ডের জনিকে মোকবেলা করবেন তিনি।


গেমসের প্রথম আসরে ব্যক্তিগত স্বর্ণপদক জয়ের আশা নিয়ে সিঙ্গাপুরে গিয়েছেন মিলন। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ একই আশার কথা শুনিয়েছিলেন। কথা রাখতে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ আর্চার।
কোয়ালিফাইং রাউন্ড খেলে নিজ যোগ্যতা বলেই যুব অলিম্পিকে খেলছেন মিলন। অন্যরা ওয়াইন্ড কার্ড নিয়ে গেমসে অংশ নিচ্ছেন।


এদিকে, মেয়েদের ইভেন্টে সুবিধা করতে পারেননি বিউটি রায়। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার বিষয়ে সিঙ্গাপুর থেকে কিছুই জানায়নি বাংলাদেশ দলের প্রতিনিধি।  


বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad