ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিমানবন্দরে ভিড় বাড়ছে মেসি ভক্তদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১

ঢাকা: তর সইছে না ভক্তদের, কখন আসবে মেসি। মেসির দল ঢাকায় আসার কথা আনুমানিক সকাল সাড়ে দশটায়।

এর আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় তারকাকে স্বাগত জানাতে হাজির হয়েছেন বাংলাদেশের মেসি সমর্থকরা।

পরনে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি আর দুই হাতে শোভা পাচ্ছে মেসি, হিগুয়েন-আগুয়েরোদের বড় বড় পোস্টার। মুখে মুখে ধ্বনিত হচ্ছে একটি শব্দই মেসি, মেসি এবং মেসি।

তরুণ-তরুণীরা কপালে এঁকেছেন আর্জেন্টিনা জাতীয় দলের পতাকা। আবার অনেকে এসেছেন ঢোল-বাদ্য বাজনা নিয়ে। আর্জেন্টাইন অধিনায়ককে অভ্যর্থনা জানাতে নাচ-গান করার পরিকল্পনাও আছে ভক্তদের।

মেসিদের জন্য বিমানবন্দর এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরপত্তা চাদরে। তাতে কি, ভক্তরা এসবের ধার ধারেন না। তাই রাস্তার একপাশেই আপাতত অবস্থান নিয়েছেন শত শত মেসি সমর্থক।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।