ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ওমেগা ইউরোপীয় মাস্টার্সে ১৮তম সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

ঢাকা: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওমেগা ইউরোপীয় মাস্টার্সে এশিয়ানদের মধ্যে সেরা পারফরমেন্স করেছেন বাংলাদেশী তারকা সিদ্দিকুর রহমান। রোববার ১৮তম স্থান নিয়ে প্রতিযোগিতা শেষ করেন তিনি।



চতুর্থ রাউন্ডে পারের চেয়ে চার শট কম নেন (৬৭ শট) সিদ্দিকুর। চার বার্ডির বিপরীতে দুই বগি পান তিনি। তবে শেষ হোলটিতে বগি না পেলে আড়াই মিলিয়ন ডলারের প্রাইজমানির টুর্নামেন্টটিতে অবস্থান আরেকটু ওপরে নিয়ে যেতে পারতেন। ক্রান্স সার সিয়েরে গলফ কাবে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলেন ব্রুনাই ওপেনজয়ী এই বাংলাদেশী গলফার।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১১



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।