ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবি কাপ ১২ থেকে ২১ সেপ্টেম্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

ঢাকা: জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের অংশগ্রহণে হবে প্রতিযোগিতা।



১২ থেকে ২১ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে বিসিবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ডাবল লিগ পদ্ধতিতে হবে খেলা। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ জাতীয় দলে, বাংলাদেশ ‘এ’ দল এবং ন্যাশনাল একাডেমি ক্রিকেট দল খেলবে প্রতিযোগিতায়। নিজ নিজ দলে নির্বাচিত ক্রিকেটাররা আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনুশীলনে যোগ দেবে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।