ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বন্যার্তদের সাহায্যে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

করাচি: বন্যাদুর্গতদের সাহায্যে ১ লাখ ৩৩ হাজার ডলারের বেশি অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা আশা করছে ইংল্যান্ডে প্রীতি ম্যাচের মাধ্যমে আরো সাহায্য তহবিল গড়তে পারবে।



পাকিস্তানে ভয়াবহ বন্যায় অন্তত ২০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

 বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে,“বন্যার্তদের সাহায্য করাটা আমরা আমাদের কর্তব্য মনে করি। সে কারনেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১.৪২ মিলিয়ন রুপি জমা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। ”

এ সাহায্য তহবিলে অনুদান দিয়েছেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট, পিসিবির সদস্যরা এবং ইংল্যান্ড সফরে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা।

ব্যক্তিগতভাবেও বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। পাকিস্তানের এক দিনের ক্রিকেটের অধিনায়ক শহীদ আফ্রিদি সাহায্যের জন্য প্রচারণা চালিয়েছেন। বন্যাদুর্গত এলাকায় ঘুরে অর্থ ও খাদ্য বিতরণ করছেন। পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার আলিম বাটও অর্থ সংগ্রহের প্রচারণা চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩, আগস্ট ১৭, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।