ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বদলে যাচ্ছে এএফসি চ্যালেঞ্জ ও প্রেসিডেন্টস কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা: ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ ও প্রেসিডেন্ট’স কাপের পরবর্তী দুই টুর্নামেন্টের খেলার ধরণে (ফরম্যাটে) কিছু পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

২০১০ সালের চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন ও রানার আপ দল দুটি সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেত।

কিন্তু নতুন নিয়মানুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন ও রানার আপ দলকেও বাছাই পর্বে খেলতে হবে।

চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের খেলা শুরু হবে আগামী বছর ৫-১৬ মার্চ পর্যন্ত।

এদিকে ২০১১ ও ‘১২ সালের প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক পর্বের খেলায় প্রতিযোগী দেশগুলো তিনটি গ্রুপে ভাগ হয়ে চূড়ান্ত পর্বের জন্য লড়বে। প্রতিটি গ্রুপের সদস্য সংখ্যা হবে চারটি করে।

তিন গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপসহ মোট চারটি দল মূলপর্বে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়নরা ফাইনাল খেলায় মুখোমুখি হবে।

প্রেসিডেন্ট’স কাপের গ্রুপ পর্বে খেলার সংখ্যা বেড়েছে। ১৫ ম্যাচের জায়গায় এখন হবে ১৮টি ম্যাচ। অন্যদিকে নকআউট পর্বের খেলায় ম্যাচের সংখ্যা তিন থেকে সাত-এ উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘন্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।