ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

গোলরক্ষক আল হাসানকে মোহামেডানের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
গোলরক্ষক আল হাসানকে মোহামেডানের জরিমানা

ঢাকা: দলের বিদেশি গোলরক্ষক মোহাম্মদ আল হাসানকে দুই হাজার ডলার জরিমানা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।   সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ড পাওয়ায় তাকে এই অর্থদণ্ড দিয়েছে ক্লাব কৃর্তপক্ষ।



গত ৬ আগষ্ট সুপার কাপের ফাইনালে আবাহনীর বিরুদ্ধে ৪২ মিনিটে লাল কার্ড দেখেন ঘানার গোলরক্ষক আল হাসান। তার স্বদেশি আবাহনীর ফরোয়ার্ড থুয়াম ফ্র্যাঙ্ককে অফ দ্য বল ঘুষি মারার দায়ে তাকে লাল কার্ড দেখান রেফারি আব্দুল হান্নান মিরন।

ট্রাইব্রেকার ম্যাচটি জিতে কোটি টাকার শিরোপা নিজেদের ঘরে তোলে আবাহনী। ক্লাব সূত্র জানায়, প্রথমে হাসানের দুই মাসের বেতন (চার হাজার ডলার) কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলো মোহামেডান। কিন্তু মানবিক দিক বিবেচনা করে জরিমানা একমাসের বেতনের সমপরিমাণে কমিয়ে আনে ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।