ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

রাগবিতে কিডস লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

ঢাকা: সাত মাসে বিজয় ও স্বাধীনতা দিবসসহ মোট পাঁচটা টুর্নামেন্টের আয়োজন করেছে রাগবি ফেডারেশন। এতেই তৃপ্ত নন রাগবি কর্মকর্তারা।

ঈদের পর উন্নত বিশ্বের আদলে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কিডস লিগের আয়োজন করে চমক দিতে চায় ফেডারেশনটি।

ফেডারেশনের পরিকল্পনায় আছে দ্বিতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ ও প্রথম বিভাগ লিগও। সাধারণ সম্পাদক মৌসুম আলী জানান, আমাদের মূল লক্ষ্য রাগবিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। সেভাবেই পরিকল্পনা করে এগোচ্ছি আমরা।

কিডস লিগের আলী ব্যাপারে বলেন,“কিছুদিন আগে মিনি রাগবি টুর্নামেন্টে অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় আমরা বেশ আশাবাদি হয়ে উঠেছি। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কিডস লিগ আয়োজন করতে যাচিছ। ”

নভেম্বরে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ লিগে কমপক্ষে আটটি দল খেলবে। এই লিগে পৃষ্ঠপোষকতা করবে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।