ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্তর্জাতিক দূরপাল্লা সাঁতারে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পশ্চিমবঙ্গে যাচ্ছে ছয় সদস্যের জাতীয় সাঁতার দল।

আগামী ২৮ আগস্ট মুর্শিদাবাদের বহরমপুরে ভাগিরথী নদীতে দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতা হবে।

দলগঠন কল্পে বাংলাদেশ সাঁতার ফেডারেশন সোমবার মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে এক উম্মুক্ত ট্রায়াল প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখান থেকেই সাঁতার দল নির্বাচন করা হবে।

সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বলেন,“দুই পুরুষ সাঁতারু ৮১ কিলোমিটার ইভেন্টে এবং ১৯ কিলোমিটারে দুইজন পুরুষ ও দুইজন মহিলা সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করবেন। ”

দলের সঙ্গে লাইফ সেইভার হিসেবে ছয়জন এবং একজন কোচ ও ম্যানেজার যাবেন। সবমিলিয়ে সাঁতার দলের বহরে থাকছেন মোট ১০ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।