bangla news

অনন্য রেকর্ডের অপেক্ষায় নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৩ ২:১৯:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম খেলোয়াড় হিসেবে যেকোনো টুর্নামেন্টে ১০টি শিরোপা জেতার হাতছানি রাফায়েল নাদালের সামনে। সেই লক্ষ্যে সবার আগে ২০১৭ বার্সেলোনা ওপেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস আইকন।

ঢাকা: প্রথম খেলোয়াড় হিসেবে যেকোনো টুর্নামেন্টে ১০টি শিরোপা জেতার হাতছানি রাফায়েল নাদালের সামনে। সেই লক্ষ্যে সবার আগে ২০১৭ বার্সেলোনা ওপেনে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন স্প্যানিশ টেনিস আইকন।

ঘরের মাটিতে ক্লে-কোর্টের এই ইভেন্টে রেকর্ড ৯টি ট্রফি জিতেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদাল। এ নিয়ে ১৩ বার অংশ নিতে যাচ্ছেন। যেখানে তিনি দশম টাইটেলের জন্য লড়বেন। আগামী বছরের ২২ এপ্রিল ৬৫তম আসরের পর্দা উঠবে।

বার্সেলোনা ওপেন নিয়ে বেশ উচ্ছ্বাসই ঝরে নাদালের কণ্ঠে, ‘আমি আবারো বার্সেলোনা ওপেনে খেলবো। ওয়ার্ল্ড টেনিস ক্যালেন্ডারে প্রত্যেকের জন্যই এটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। স্পেনে খেলাটা সব সময়ই আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে, সমর্থকদের সমর্থন। যা সবকিছু আরও বিশেষ করে তোলো।’

বর্তমানে ইনজুরি আর ফিটনেস সমস্যার সঙ্গে লড়ছেন ত্রিশ বছর বয়সী নাদাল। সম্প্রতি বেশ কয়েকটি ইভেন্টে খেলতে পারেননি। র‌্যাংকিংয়ে এর ছাপ স্পষ্ট। ৯-এ নেমে গেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ওয়ার্ল্ড ট্যুরের ২০১৬ মৌসুম শেষ। খুব শিগগিরই কোর্টে ফিরতে চোখ রাখছেন নাদাল। জানুয়ারিতে রয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন।

সে যাই হোক, রেকর্ড গড়ার লক্ষ্যে বার্সেলোনা ওপেনে অংশগ্রহণের ঘোষণা দিয়েই বুঝিয়ে দিয়েছেন, খেলায় ফিরতে তিনি কতটা মরিয়া। বলা বাহুল্য, ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) নাদাল কতটা অপ্রতিদ্বন্দ্বী তা তার গ্র্যান্ড স্লাম পরিসংখ্যানেই স্পষ্ট। ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ড স্লাম ট্রফির মধ্যে রেকর্ড ৯টিই এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে। বার্সেলোনা ওপেন তো আছেই!

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআরএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-11-23 02:19:48