ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্লাটারকে বাফুফের আমন্ত্রণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
ব্লাটারকে বাফুফের আমন্ত্রণ

ঢাকা: বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ দেখতে ফিফা সভাপতি সেপ ব্লাটারকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতিকে চিঠি দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত থেকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ”

বাফুফে সভাপতি বলেন,“মাঠে বসে ব্লাটার বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা দেখবেন। এটা খুবই গৌরবের বিষয়। আশা করি, আমাদের আমন্ত্রণে সাড়া দিবেন ফিফা সভাপতি। ”

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।