ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ভারতকে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
ভারতকে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

লন্ডন: ভারতকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সফরকারীদের টানা তিন টেস্ট পরাজিত করে একম্যাচ হাতে রেখে সিরিজও জিতেছে স্বাগতিকরা।

তৃতীয় টেস্টের চতুর্থ দিনে মহেন্দ্র সিং ধোনির দলকে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে হারিয়েছে তারা।

ভারত প্রথম ইনিংস: ২২৪, দ্বিতীয় ইনিংস: ২৪৪
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৭১০/৭ডি.
ফল: ইংল্যান্ড ইনিংস ও ২৪২ রানে জয়ী

প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে ৭১০ রানে ইনিংস ঘোষণা দেয় ইংল্যান্ড। অ্যালেস্টার কুক ২৯৪ ও ইয়ন মর্গান করেন ১০৪ রান।

রান পাহাড়ে চাপা পড়া ভারত দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি। অলআউট হয় ২৪৪ রানে। সবচেয়ে বেশি ৭৪ রান করেন অধিনায়ক ধোনি। এছাড়া শচীন টেন্ডুলকার ও প্রভীন কুমার করেন সমান ৪০ রান। প্রথম ইনিংসেও ৭৭ রান করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী নেতা।

৬টি করে উইকেট নেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এছাড়া টিম ব্রেসনান নেন পাঁচটি উইকেট। ভারতের পক্ষে তিনটি উইকেট শিকার করেন অমিত মিশ্র।

চার ম্যাচ টেস্ট সিরিজে ৩-০ তে এগিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।