ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

এক নম্বর হওয়া সহজ: গম্ভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
এক নম্বর হওয়া সহজ: গম্ভীর

লন্ডন: ভারতকে হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংরের শীর্ষ স্থানে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হবে না ইংল্যান্ডকে। মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টে জেতার পর তৃতীয়টিতেও চালকের আসনে আছে ইংলিশরা।

এই টেস্টে জিতলেই নতুন সেরা হবে অ্যান্ড্রু স্ট্রাউসের দল।

বর্তমান একম্বর দলের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর বলেন“একনম্বর হওয়া সহজ। কিন্তু তা ধরে রাখা অনেক কঠিন। ”

বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন,“শীর্ষস্থান অর্জন করাই আসল কথা নয়; যত দূর সম্ভব সেখানে অবস্থান করার ওপর বেশি জোর দেওয়া প্রয়োজন। এজন্য বিদেশের মাটিতে প্রচুর জয় পেতে হবে ইংল্যান্ডকে। ”

দলের বাজে ফিল্ডিং নিয়ে সমালোচনা করেছেন গম্ভীর। বলেন,“ক্যাচ ফেলে দেওয়া এবারই প্রথম নয়। প্রয়োজন মনোসংযোগ। তাই কোন অজুহাতের দরকার নেই। কিন্তু আমি ঠিক করে বলতে পারবো না, কেন এটা হয়েছে। ”

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।