ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

এএফসি অনুর্ধ্ব-১৬ ট্রায়ালে ৪০ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

ঢাকা: অক্টোবরে ইরাকে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে দল গঠনের লক্ষ্যে শিগগিরই ক্ষুদে ফুটবলারদের ট্রায়াল ও আবাসিক ক্যাম্পের আয়োজন করছে বাফুফে। এ জন্য প্রাথমিকভাবে ৪০ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে।



বাফুফের টেকনিক্যাল পরিচালক বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন,“নেপালে পাঠানো ২০ জন এবং আগের ট্রায়াল থেকে মোট ৪০ খেলোয়াড়ের একটি তালিকা এএফসিতে পাঠিয়েছি। পরে তাদেরকে থেকে চূড়ান্ত ভাবে ২৫ জনকে দল বাছাই করা হবে। ”

এএফসি অনুর্Ÿ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে আটটি গ্রুপে মোট ৪৮টি দেশ অংশ নেবে। প্রত্যেক গ্রুপে খেলবে ছয়টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’তে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলংকা, ফিলিস্তিন, ইরান, কাতার ও স্বাগতিক ইরাক।

প্রতিযোগিতা মাঠে গড়াবে ২৫ অক্টোবর থেকে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘন্টা, আগস্ট ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।