ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

প্রথম দিনে নায়ক জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১
প্রথম দিনে নায়ক জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা

হারারে: বাংলাদেশর বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের প্রথম দিনে ভালো অবস্থায় আছে জিম্বাবুয়ে। দিন শেষে দুই উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৬৪ রান।



৮৮ রান নিয়ে ব্যাট করছেন হ্যামিল্টন মাসাকাদজা। অপরপ্রান্তে ব্রেন্ডন টেলর অপরাজিত আছেন ৪০ রানে।

৩০তম ওভারে গিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন পেসার রুবেল হোসেন। ২৩.৩ ওভারে মাহমুদউল্লাহ`র হাতে ক্যাচ তুলে দেন টিনো মাওয়া। ৭টি চারের মার দিয়ে ৭৬ বলে ৪৩ রান করেন তিনি।

রুবেলের দ্বিতীয় শিকার অপর উদ্বোধনী ব্যাটসম্যান ভুসিমুসি সিবান্দা। ৭৮ রান করে কটবিহাইন্ড হন তিনি। ৭টি চার ও ১টি ছয়ের মার দিয়ে ১৫৩ বলে নিজের ইনিংসটি সাজান সিবান্দা।

 

মাসাকাজ্জা তিননম্বরে ব্যাট করতে এসে কি ধৈর্যটাই না দেখালেন, কখনো রক্ষণাত্মক দুর্বল বলে আক্রমণাত্মক। ২০৩ বলের মোকাবেলায় মাত্র একবার ছয় এবং সাতবার চার হাকিয়েছেন। সে তুলনায় টেলর একটু বেশি সমঝে খেলেছেন। ১০৮ বলে তিনটি বাউন্ডারি আছে তার।

সফরকারী বোলারদের অবস্থা যাচ্ছে তাই, উইকেট তো নিতেই পারেনি উল্টো রান খরচ করেছেন। কেবল শফিউল ছাড়া। তিনি ১৭ ওভারে ৩০ রান দিয়েছন, সাতটি মেডেনসহ। রবিউল ১৮ ওভারে ৬৮, রুবেল হোসেন ১৮ ওভারে ৫৮ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। দুই স্পিনার সাকিব আল হাসান ১৮ ওভারে ৪০ ও রাজ্জাক ১৯ ওভারে ৫৪ রান খরচ করেছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।