ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জিম্বাবুয়েতে আজ টেস্ট: আত্মবিশ্বাসী সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১
জিম্বাবুয়েতে আজ টেস্ট: আত্মবিশ্বাসী সাকিব

ঢাকা: টেস্ট দল নিয়ে পরীক্ষানীরিক্ষা করছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট অভিজ্ঞদের নিয়ে একাদশ সাজানো হয়েছে।

১৪ মাস পর টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল।

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায রেখে তিনজন সিমার নিয়ে খেলবে বাংলাদেশ। শফিউল ইসলাম, রুবেল হোসেনের সঙ্গে তৃতীয় সিমার খেলবেন রবিউল ইসলাম। সর্বেশষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন রবিউল।

স্পিনার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন আব্দুর রাজ্জাক। মাহমুদউল্লাহকে নিয়ে শঙ্কা থাকলেও শেষপর্যন্ত তিনি খেলছেন।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশিফকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, রবিউল ইসলাম।

একাদশ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান অনেকটাই নির্ভার। জিম্বাবুয়ে থেকে মোবাইলফোনে বাংলানিউজকে তিনি বলছিলেন,‍"অভিজ্ঞদের নিয়ে দল গড়া হলেও সবার আগে আমাদেরকে পারফম করতে হবে। ভালো না খেলতে পারলে কোন অভিজ্ঞতার কোন মূল্য থাকবে না। "

প্রস্তুতি ম্যাচে হারলে টেস্টে এখনো নিজেদেরকে এগিয়ে রাখছেন অধিনায়ক,‍"আমরা জিম্বাবুয়ের চেয়ে ভালো দল। তাদের থেকে অনেক বেশি ক্রিকেট খেলেছি সম্প্রতি সময়ে। সেটা মাথায় রেখে আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে। "

কন্ডিশন সম্পর্কে সাকিব বলেন,"একটু ঠান্ডা আবহাওয়া। তবে ক্রিকেট খেলার উপযোগী। সিমিং উইকেট হবে। সেজন্য আমরা তিনজন পেসার নিয়ে খেলছি। আগে ব্যাট করলে আমাদের চেষ্টা থাকবে লম্বা ইনিংস খেলার। সবচেয় বড় কথা টপঅর্ডার ব্যাটসম্যানদেরকে রান করতে হবে। অন্যদিকে আগে বল করলে বোলারদের দায়িত্ব হবে তাদেরকে যথাসম্ভব দ্রুত অল-আউট করা। " 

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।