ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বন্যার্তদের পাশে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
বন্যার্তদের পাশে আফ্রিদি

নওশেরাহ: বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানের অল-রাউন্ডার শহীদ আফ্রিদি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণও শুরু করে দিয়েছেন তিনি।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নওশেহরায়। লাখ লাখ লোক সেখানে মানবেতর জীবনযাপন করছেন।  

সম্প্রতি আরব আমিরাত থেকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছেন আফ্রিদি। বলেন,“এই মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। দুবাই থেকে ভালোই অর্থ সংগ্রহ করতে পেরেছি। ”

আগামী মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডেও অর্থ সংগ্রহ করতে যাবেন আফ্রিদি।

এদিকে বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য ইংল্যান্ডে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে দেশ দুটির ক্রিকেট বোর্ড প্রধানরা।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।