ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেনকে রুখে দিলো মেক্সিকো, ড্র নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
স্পেনকে রুখে দিলো মেক্সিকো, ড্র নেদারল্যান্ডসের

মেক্সিকো সিটি: বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বুধবারের প্রীতি ম্যাচে রুখে দিয়েছে মেক্সিকো। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

 

মাক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১২ মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায় হাভিয়ের হার্নান্দেজের গোলে। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো।

বিরতির পর গোল শোধে মরিয়া উঠে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী কোচ দেল বস্কের খেলোয়াড়রা। তবে সেই কাক্সিত গোল আসে অতিরিক্ত সময়ে (৯০+) ডেভিড সিলভার পা থেকে। ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্বচাম্পিয়নদের।

এদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালিস্ট নেদারল্যান্ডসও ১-১ গোলে ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়ছে ডেনমার্কের খেলা।    

এছাড়া নরওয়ে ২-১ গোলে ফ্রান্সকে এবং একই ব্যবধানে দক্ষিণ কোরিয়া জিতেছে নাইজেরিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।