ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

যোগ্যতা দিয়েই ফিরবে কুক: কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
যোগ্যতা দিয়েই ফিরবে কুক: কোচ

ঢাকা: ইংলিশ ব্যাটসম্যান অ্যালেস্টার কুকের দলে ফেরাটা সমর্থন করেন কোচ অ্যান্ডি ফাওয়ার। তাই বলে সহকারী অধিনায়ক কোন সুবিধা আশা করতে পারেন না।

বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন কোচ নিজেই।

ইংল্যান্ড কোচ বলেন,“দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় কুক। কিন্তু নির্বাচকদের সভার আগে কুকের দলে ফেরা নিয়ে আমার আলোচনা করা হবে অযৌক্তিক। ”

ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস চোটের কারণে খেলতে না পারায় গত মার্চে বাংলাদেশের বিপক্ষে দলের নেতৃত্ব দিয়েছেন কুক। ওই সিরিজে দুটি শতকও করেন তিনি। অথচ এর আগের সাতটি টেস্ট ইনিংসের কোনটিতেই ৩০ রানের কোটা পেরোতে পারেননি কুক।

ফাওয়ার বলেন,“আমি মনে করি না, এ অবস্থায় কুকের সহ-অধিনায়ক হওয়ার বিষয়টি নির্বাচকদের আলোচনা আসবে। তবে ম্যাচ ও সিরিজ জেতার জন্য যেটা প্রয়োজন সেটাই করব আমরা। কারণ এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। ”

বাংলাদেশ সময়: ২০০৬ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।