ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

গেরার্ডের জোড়া গোলে ইংল্যান্ডের হাসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
গেরার্ডের জোড়া গোলে ইংল্যান্ডের হাসি

লন্ডন: অধিনায়ক স্টিভেন গেরার্ডের জোড়া গোলে বুধবারের প্রীতি ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। খেলায় ছিলো পরিচ্ছন্নতার ছাপ।



এ জয়ের মধ্যদিয়ে অন্তত হারানো মনোবল কিছুটা হলেও ফিরে পাবে ফ্যাবিও ক্যাপেলোর খেলোয়াড়রা।

ওয়েম্বলিতে খেলার প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। বিরতির পর ইংলিশ খেলোয়াড় ফিলিপ নিকোডেম জায়েলকার আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় সফরকারী হাঙ্গিরি। এরপরও মনোবলে ভাটা পড়েনি ইংলিশদের।

বরং গোল খেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে ফ্যাবিও’র শিষ্যরা। ৬৯ মিনিটে দলকে খেলায় ফেরান অধিনায়ক গেরার্ড। চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল তুলে নেন গেরার্ড।

হাঙ্গেরির বিপক্ষে বেশ কয়েকজন খেলোয়াড়ের অভিষেক করালেন কোচ। বিরতির পর মাঠে নামা এই চার খেলোয়াড়রা হলেন মাইকেল ডসন, কিয়েরান গিবস, ববি জামোরা ও জ্যাক উইলশেয়ার। ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগে নতুন খেলোয়াড়রা আত্মবিশ্বাস খানিকটা বাড়িয়ে নেওয়ার সুযোগও পেলেন।      

ক্যাপেলো বলেন,“আমি আনন্দিত। তারা খুবই আটোসাটো খেলা উপহার দিয়েছে। অতএব কঠিন একটা ম্যাচ ছিলো। যাই হোক জয়ের পাশাপাশি আমরা কিছু নতুন ও তরুণ খেলোয়াড় পেয়েছি। ”  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad