ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

প্যাটেল দলের সঙ্গে যোগ দিচ্ছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
প্যাটেল দলের সঙ্গে যোগ দিচ্ছেন

নয়াদিল্লি: বোলিংয়ের শক্তি বাড়াতে মুনাফ প্যাটেলকে দলে নিচ্ছে ভারত। ত্রি-দেশীয় সিরিজের বাকি ম্যাচগুলো খেলবেন এই পেসার।



ভারতীয় ক্রিকেট বের্ডের সাধারণ সম্পাদক শ্রীনিভাসন বৃহস্পতিবার জানিয়েছেন,“মুনাফ প্যাটেলকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। শুক্রবার ডাম্বুলায় গিয়ে পৌঁছাবেন তিনি। ”

২৭ বছর বয়সী প্যাটেল তার ৪৩ টি আন্তর্জাতিক ম্যাচে তুলে নিয়েছেন ৪৭টি উইকেট।

শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতা নিয়ে শেষ করতে পারলেও সফরে ভারতের পেস বোলিংয়ে দুর্বলতা ফুটে ওঠে। এনিয়ে দলের কোচ গ্যারি কারস্টেন পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পর্যন্ত পেস বোলিং নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
 
মঙ্গলবার ডাম্বুলায় দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২০০ রানে হারের পর নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই ম্যাচে মাত্র ৮৮ রান তুলতেই অল-আউট হয় ধোনির দল। সিরিজের বাকি ম্যাচে সাফল্য পেতে দলে ভারসাম্য ফিরিয়ে আনতে অন্তত মুনাফ প্যাটেল কিছুটা সাহায্য করতে পারবেন।

লিগ পর্বে এখনো তিনটি ম্যাচ বাকি আছে ভারতের। নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হবে ফিরতি ম্যাচে। সোমবার মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।