ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

বাংলাদেশের সংগ্রহ ১৮৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
বাংলাদেশের সংগ্রহ ১৮৮

হারারে: জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই গুটিয়ে গেছে সফরকারী বাংলাদেশ। উইকেটরক্ষক মুশফিকুর রহিমের অর্ধশতকের সুবাদে ১৮৮ রান করেছে সাকিব আল হাসানের দল।

জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দিন শেষে ৪২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৮৮ (৬০.১ ওভার)
জিম্বাবুয়ে একাদশ প্রথম ইনিংস: ৪২/৪ (১৬.১ ওভার)

হারারে স্পোর্টস ক্লাব মাঠে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। দলীয় ৬৭ রানের মাথায় সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষপর্যন্ত বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াতে পারেনি সাকিবরা।

দুর্দিনে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। মূলত তার ৬৪ ও নাসির হোসেনের ৩৮ রানের কল্যাণে অল-আউট হওয়ার আগে ১৮৮ রান করতে পারে বাংলাদেশ। আটটি চারের মার ছিলো মুশফিকের ইনিংসে।

বাংলাদেশ সংক্ষিপ্ত স্কোর: ইমরুল কায়েস ৮ (১২ বল, ১টি চার), জুনায়েদ সিদ্দিক ০ (৭ বল), মোহাম্মদ আশরাফূল ০ (৯ বল), শাহরিয়ার নাফিস ১০ (২৯ বল, ১টি চার), সাকিব আল হাসান ০ (৩ বল), মাহমুদুল্লাহ ২১ (৬৪ বল, ২টি চার), নাসির হোসেন ৩৮ (৬০ বল ৪টি চার), মুশফিকুর রহিম ৬৪ (১৪৩ বল ৮টি চার), শফিউল ইসলাম ১৬ (১৩ বল, ৩টি চার), রবিউল ইসলাম ১ (২টি বল) ও আব্দুর রাজ্জাক ১২* (২৭ বল, ১টি চার)।

উইকেট: ৪০ রান দিয়ে তিনটি উইকেট নেন এন এনকুবে। এছাড়া দুটি করে উইকেট নেন কেগান ম্যাথ, কাইল জারভিস ও প্রসপার উৎসেয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।