ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রভীনের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
প্রভীনের জরিমানা

লন্ডন: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অ্যাম্পায়ার মেরি রাসমাসের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় পেসার প্রভীন কুমারকে।

ঘটনার সূত্রপাত হয় খেলার ১৮তম ওভারে।

উইকেটে ছিলেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। এসময় বোলার লেগ বিফোর উইকেট (এলবিডাব্লু)’র আবেদন জানান রাসমাসের কাছে। প্রভীনের আবেদন নাচক করে দেন অ্যাম্পায়ার। এতে হাতাশ প্রভীন তর্কে লিপ্ত হন রাসমাসের সঙ্গে।

অ্যাম্পায়ারের সঙ্গে তর্ক করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন প্রভীন। এর মধ্যদিয়ে অনুচ্ছেদ ২.১.৩ ভঙ্গ করেছেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।