ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

শারাপোভার বিদায়, সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
শারাপোভার বিদায়, সেমিতে সেরেনা

ক্যালিফোর্নিয়া: সাবেক একনম্বর সেরেনা উইলিয়ামসের কাছে দ্য ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক প্রতিযোগিতায় হেরেছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বসেরা শারাপোভাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন অবাছাই সেরেনা।



খেলায় সেরেনার কাছে পাত্তাই পাননি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের পঞ্চম তারকা শারাপোভা। প্রথম সেটে মার্কিন তারকা ৬-১ গেমে হারান প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই শারপাভোকে। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জেতে শীর্ষ চারের খেলা নিশ্চিত করেন ১৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা।

গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার পর তৃতীয় প্রতিযেগিতায় খেলছেন সেরেনা। দুই বছর আগে ইউএস ওপেন  খেলার পর দেশের মাটিতে প্রথম কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা। চোটের জন্য অনেকদিন কোর্টের বাইরে ছিলেন। এজন্য র‌্যাঙ্কিংয়েরও অবনতি হয়েছে। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬৯।

জয়ের পর সেরেনা বলেন,“গত মাসের তুলনায় এই মাসে ভালো খেলেছি। আশা করি, জয়ের ধারায় থাকবো। ”

সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন জার্মানির সাবিন লিসিক্কির। শীর্ষ আটের খেলায় লিসিক্কির ৭-৬ (৪), ২-৬ ও ৬-২ গেমে পরাজিত করেন প্রতিযোগিতার পঞ্চম বাছাই আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।