ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনার জয়, ড্র ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১
আর্জেন্টিনার জয়, ড্র ব্রাজিলের

মেডালেন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। একই দিন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে মেক্সিকোর সঙ্গে।



আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন পক্ষ। বিরতির পর ৭১ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে চোখধাঁধানো শটে গোলরক্ষক কার্লোস লোপেজকে বোকা বানিয়ে জালে বল জড়ান এরিক লামেলা। খেলার বাকি সময় জালের ঠিকানা খুঁজে পাইনি কোন দল।

‘এফ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। অপর খেলায় গোলশূন্য ড্র হয়েছে ইংল্যান্ড ও উত্তর কোরিয়ার মধ্যকার ম্যাচ। এক পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড তালিকার দ্বিতীয় স্থানে আর পরের অবস্থানে আছে উত্তর কোরিয়া।

এদিকে ‘ই’ গ্রুপে নিজেদের উদ্বোধনী খেলায় এগিয়ে থেকেও মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ১২ মিনিটে মাথার স্পর্শে নিশানাভেদ করেন ব্রাজিলের দানিলো। গোল শোধে মরিয়া মিশর সমতায় ফেরে খেলার ২৬ মিনিটে। গোল করেন ওমর গাবার। এই গ্রুপের আরেক খেলায় গোলশূন্য ড্র করেছে অস্ট্রিয়া ও পানমা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।