ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

লম্বা ছুটিতে কোচ নিকোলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
লম্বা ছুটিতে কোচ নিকোলা

ঢাকা: একমাসের লম্বা ছুটিতে দেশে যাচ্ছেন জাতীয় দলের ফুটবল কোচ নিকোলা ইলিয়েভস্কি। শুক্রবার রাতেই মেসিডোনিয়ার পথে রওয়ানা হবেন তিনি।



বাফুফে সূত্রে জানা গেছে বৃহস্পতিবার লেবাননের বিপক্ষে ম্যাচ শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়ের কাছে ৪০ দিনের ছুটি চেয়েছিলেন নিকোলা। কিন্তু বাদল রায় নিকোলাকে ১ মাসের ছুটি নিতে অনুরোধ করেন। সে প্রস্তাবে সম্মত হন কোচ। ২৯ জুলাই থেকেই তার ছুটি কার্যকর হবে।

সূত্র আরো জানায় নিকোলার শারীরিক কিছু সমস্যা থাকায় দীর্ঘদিন ধরেই নিয়মিত টিকা নিতে হয় তাকে। দেশে ফিরে দশদিন অন্তর তিনটি টিকা নেবেন কোচ।

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ দলের ক্যাম্প শেষ হয় এবং খেলোয়াড়দের নিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে দেখা করেন নিকোলা।

নিকোলা ইলিয়েভস্কির নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ প্রাক বাছাইয়ে পাকিস্তান ও লেবাননের বিপক্ষে চারটি ম্যাচ খেলে। এরমধ্যে দুটিজে জয় ও ১টিতে পরাজিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘন্টা, ২৯ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।