ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

শীর্ষ আটে মুখোমুখি সেরেনা-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
শীর্ষ আটে মুখোমুখি সেরেনা-শারাপোভা

ক্যালিফোর্নিয়া: চোটের জন্য অনেকদিন কোর্টের বাইরে ছিলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক একনম্বর সেরেনা উইলিয়ামস। ২০০৯ সালের পর দেশের মাটিতে দ্য ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক প্রতিযোগিতায় অংশ নিয়ে উঠে গেছেন প্রতিযোগিতার শীর্ষ আটে।



রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ১৩টি গ্র্যান্ড সøাম জয়ী সেরেনা। খেলায় ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে রাশিয়ান তারকাকে পরাজিত করেন তিনি। শীর্ষ আটে সেরেনা মুখোমুখি হবেন সাবেক বিশ্বসেরা রাশিয়ার মারিয়া শারোপোভার সঙ্গে।

চোট ও শারীরিক সমস্যার জন্য কোর্টে নিয়মিত না থাকায় র‌্যাঙ্কিংয়েও অনেক নিচে নেমে গেছেন সেরেনা। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬৯।

এদিকে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সামান্থা স্টোসুর। শীর্ষ বাছাই আজারেঙ্কাকে ৪-৬, ৭-৫ ও ৬-২ গেমে হারান নিউজিল্যান্ডের মারিনা ইরাকোভিক। আর সাবিন লিসিক্কি ৬-৩ ও ৭-৫ গেমে জেতেন স্টোসুরের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।