ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা হ্যান্ডবলের ফাইনালে ইডেন ও ভিকারুন নিসা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
মহিলা হ্যান্ডবলের ফাইনালে ইডেন ও ভিকারুন নিসা

ঢাকা: ১৪তম ডেল্টা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইডেন মহাবিদ্যালয় ও ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।

পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ইডেন ১৫-৩ গোলে হারায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে।

প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে ছিলো বিজয়ীদল। ইডেনের পক্ষে পক্ষে অভি ৬টি ও বন্যা ৫ টি গোল করেন।

দিনের অপর সেমিফাইনালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ ১৮-৪ গোলে গার্হস্থ অর্থনীতি মহিলা কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়ে ছিলো। ভিকারুন নিসার পক্ষে পিংকী ১১ টি এবং জিনিয়া ৫টি গোল করেন।
 
রোববার প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড-এর চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হুসাইন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।