ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

মেসিদের নতুন কোচ সাবেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১
মেসিদের নতুন কোচ সাবেলা

বুয়েন্স আইরেস: সাবেক মিডফিল্ডার আলেজান্দ্রো সাবেলাকে আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

কোপা আমেরিকার কোয়র্টার ফাইনাল থেকে আর্জেন্টিনা বিদায়ের পর কোচ সার্জিও বাতিস্তাকে বহিষ্কার করে এএফএ।

বাতিস্তার স্থলাভিষিক্ত হলেন ৫৬ বছর বয়সী সাবেলা।

এএফএ’র সাধারণ সম্পাদক হোসে লুই মেইজনার বার্তা সংস্থা তেলেমকে বলেন,“সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোচ হিসেবে সাবেলাই আমাদের পছন্দ। ”

আর্জেন্টিনা ভুভুজেলার বিশ্বকাপে শীর্ষ আটের খেলায় জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান ডিয়াগো ম্যারাডোনা। ৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিদায়ের পর দায়িত্ব কাঁদে তুলে নেন সার্জিও বাতিস্তা। আট মাস মেসিদের দায়িত্ব পালনের পর বিদায় নিলেন তিনিও।

বাতিস্তার উত্তরসূরি সাবেলা আগেও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এছাড়া ইতালির পার্মা এসি, উরুগুয়ে জাতীয় ফুটবল দল, মেক্সিকোর মন্টেরি ও ব্রাজিলের কোরিন্থিয়ান্স ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।