ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

পিসিবি সভাপতির অপসারণ দাবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
পিসিবি সভাপতির অপসারণ দাবি

লাহোর: পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি ইজাজ বাটের অপসারণ চেয়ে দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে আবেদন করেছেন সংসদ সদস্য ইকবাল মোহাম্মদ আলী।

দুই পাতার আবেদনে ইকবাল লিখেছেন পাকিস্তান ক্রিকেট দলের পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইজাজ বাট।

তার দুর্বল নেতৃত্বের জন্যই পাকিস্তান ক্রিকেট দল এখন মিনোস হিসেবে পরিচিতি পাচ্ছে।

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো পাকিস্তান। সেখান থেকে কিছুটা পথে ফিরলেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে সব ডুবিয়ে আসে। অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর আট ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিলো পিসিবি। যদিও পরে বেশিরভাগেরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এখনতো পাকিস্তানের ক্রিকেট দল সবচেয়ে বেশি ধুঁকছে। ইজাজ বাটের সময়েই বিশ্বব্যাপি নিন্দিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘন্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।