bangla news

৪৮ বছরে চিলির প্রথম জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৬-১৬ ১:৩৩:৪৩ পিএম

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের প্রথম খেলায় হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লাতিন দেশ চিলি।

ঢাকা: বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের প্রথম খেলায় হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লাতিন দেশ চিলি।

নেলস্পুটের এমবোম্বেলা স্টেডিয়ামে প্রথমার্ধেই দারুণ খেলা উপহার দেয় চিলি ও হন্ডুরাস। মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সমানতালে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ।

৩৫ মিনিটে ইসলার বানিয়ে দেওয়া বল জালে জড়িয়ে দেন মিডফিল্ডার জিয়ান বেউসেজোউর। ফলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থাকে চিলি।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে উঠে হন্ডুরাস। ৮০ মিনিটে গোল শোধের দারুণ একটি সুযোগ নষ্ট করেন হন্ডুরাসের আলেক্স সানচেঞ্জ। ব্যবধান বাড়াতে ব্যস্ত ছিলো চিলিও। কিন্তু বাকি সময় আর গোলের দেখা পায়নি কোন পক্ষই ।

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপে ৪৮ বছরের হারের বন্ধ্যাত্ব ঘোঁচালো দক্ষিণ আমেরিকার দেশ চিলি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৫৮ ঘ. ১৬ জুন, ২০১০
সিজি/এসএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-06-16 13:33:43