ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

শীর্ষে ক্যালিস, চতুর্থ শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
শীর্ষে ক্যালিস, চতুর্থ শচীন

লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র টেস্ট র‌্যাঙ্কিংসের শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। শচীন টেন্ডুলকার দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন চতুর্থ স্থানে।

সবার আগে থাকা ক্যালিসের পয়েন্ট ৮৮৩। শচীনকে হটিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। তার পয়েন্ট ৮৪০। দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। চতুর্থ শচীন (৮৩২) ও পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের অ্যালেস্টার কুক।

সেরা বোলার দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। তার পয়েন্ট ৮৯৯। দ্বিতীয় ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, তৃতীয় স্বদেশী গ্রায়েম সোয়ান, চতুর্থ প্রোটিয়াস বোলার মর্নে মর্কেল, ভারতের জহির খান পঞ্চম, ষষ্ঠ অস্ট্রেলিয়ার মিচেল জনসন, সপ্তম ভারতের ইশান্ত শর্মা, অষ্টম স্থানে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, নবম ক্রিস ট্রেমলেট ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি দশম স্থানে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।