ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

পেছালো সুপার কাপের সেমি ও ফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
পেছালো সুপার কাপের সেমি ও ফাইনাল

ঢাকা: সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলা তৃতীয়বারের মতো পেছানো হচ্ছে।


আগের ঘোষণা অনুযায়ী ৩১ জুলাই ও ১ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ৫ আগস্ট ফাইনাল খেলা হওয়ার কথা ছিলো।

কিন্তু সেমিফাইনাল ম্যাচ দুটির পরিবর্তিত তারিখ ২ ও ৪ আগস্ট এবং ফাইনাল ৬ আগস্ট।

এর আগে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের জন্য ১৪ জুলাই গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষে সুপার কাপের খেলা স্থগিত করে বাফুফের টুর্নামেন্ট কমিটি। নতুন করে তারিখ পরিবর্তনের কারণ সম্পর্কে টুর্নামেন্ট কমিটির সভাপতি হারুনুর রশীদ বলেন,“শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অনুরোধে পেছানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ম্যাচ শেষে খেলোয়াড়দের কিছুটা বিশ্রামের জন্যই সেটা হতে পরে। পারিবারিক ঝামেলার কারণে একটু ব্যস্ত থাকায় সর্বশেষ পরিস্থিতি আমার জানা নেই। ”

প্রায় দুই কোটি টাকা খরচ করে সুপার কাপের আয়োজনটা বাফুফের জন্য এখন গলার ফাঁস। পাতানো ম্যাচের জন্য দর্শকরা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এজন্য স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনেরও চাপের রয়েছে বাফুফে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।