ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

একাডেমি দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
একাডেমি দল ঘোষণা

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য জিপি-বিসিবি একাডেমি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে অধিনায়ক করা হয়েছে মাহমুদুল হাসানকে, সহ-অধিনায়ক আলাউদ্দিন বাবু।



দলের সদস্যরা হলেন: মাহমুদুল হাসান (অধিনায়ক), আলাউদ্দিন বাবু (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, আনামুর হক, মমিনুর হক সৌরভ, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মুক্তার আলী, কাজী কামরুল ইসলাম, মায়শাকুর রহমন, মো. তাসামুল হক, আসিফ আহমেদ, শাকের আহমেদ, গাজী সোহাগ, মো. আল-আমিন হোসেন।

২ আগস্ট দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা হবে জিপি-বিসিবি একাডেমি দল। সেখানে তিনটি একদিনের ম্যাচ, দুইটি চারদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা একাডেমির বিপক্ষে।

৬, ৭ ও ৯ আগস্ট ওয়ানডে ম্যাচ, ১২ থেকে ১৫ প্রথম চারদিনের এবং ১৮ থেকে ২১ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে। ২৩ আগস্ট দুইটি ২০ ওভারের ম্যাচ খেলে দেশে ফিরবে ২৪ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad