ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ফিরেছে ফুটবল দল, মঙ্গলবার আসছে লেবানন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

ঢাকা: লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছে ফুটবল দল। মঙ্গলবার সকালে ঢাকায় আসবে লেবানন দল।



শনিবার লেবাননের কাছে ৪-০ গোলে বড় হারের কারণ প্রসঙ্গে কোচ নিকোলা ইলিয়েভস্কি বলেন,“লেবানন আমাদের চেয়ে উঁচু মানের দল। এছাড়া আমাদের বিপক্ষে ম্যাচের দিন জ্বলে ওঠে তারা। আমরা তাদের সামনে দাঁড়াতেই পারিনি। নতুন ফরম্যাট খেলোয়াড়রা এখনও আয়ত্বে আনতে পারেনি। এটিও বড় হারের অন্যতম কারণ। ”

অন্যদিকে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সুজন এমন পরাজয়ে বিস্ময়ে থ’। বলেন,“কিভাবে এমনটা হলো বুঝতে পারছি না। শুরুতে খারাপ খেলেনি। ১৫ মিনিট পর্যন্ত সব ঠিকমতোই চলছিলো। কিন্তু প্রথম গোল হজমের পরই আমাদের বিপক্ষে চলে যায় সব। ”

সহকারি কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন,“দলের পারফরমেন্সে মনটাই খারাপ। ভাবতেই পারিনি এতটা খারাপ করবো। গোটা দলই একসঙ্গে ফ্লপ করেছে। খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণেই যেতে পারেনি। ”লেবাননকে টপকে পরবর্তী রাউন্ডে যেতে হলে ঢাকায় কমপক্ষে ৫-০ গোলে জিততে হবে বাংলাদেশকে। যেটাকে অবসম্ভব বলেই মানছেন জিলানী।

আগামী ২৮ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ফিরতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।