ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

ঢাকা: ডেলটা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবল প্রতিযোগিতা সোমবার শুরু হয়েছে।

এদিকে আসন্ন রমজান মাসকে সামনে রেখে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধন হলেও আগের দিনই খেলা শুরু করে ফেডারেশন।



সোমবার এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর জানান, প্র্রতিযোগিতায় চারটি গ্রুপে মোট ১২টি দল অংশ নিচ্ছে। সামনে রোজা ও কলেজগুলোতে পরীক্ষা শুরু হওয়ায় খেলার ফিকশ্চারে কিছুটা পরিবর্তনও আনা হয়েছে।

প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে আট লাখ ২৫ হাজার টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক ডেল্টা লাইফ দিচ্ছে সাত লাখ টাকা। বাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে ব্যয় করা হবে বলে জানান কোহিনূর।

বাংলাদেশ  সময়: ২০১০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।