ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

হেলথ ফার্স্ট মিনি রাগবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

ঢাকা: রাগবি অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মনোয়ারা হাসপাতালের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে হেলথ ফার্স্ট মিনি রাগবি।

প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় নামবে সানিডেইল, হীড ইন্টারন্যাশনাল, অক্সফোর্ড, সামার ফিল্ড, এসওএস, গ্রীন হেরাল্ড, মেথোডিষ্ট এবং সেন্ট টমাসসহ আটটি  দল।



এ উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বাগবি অ্যাসেসিয়েশন। সম্মেলনে
প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এ প্রতিযোগিতার বাজেট ধরা
হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মনোয়ারা হাসপাতাল আয়োজকদের দিচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা। বাকি অর্থ অ্যাসোসিয়েশনের তহবিল থেকে নির্বাহ করা হবে বলে জানান মৌসুম আলী।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।