ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কুস্তিতে অংশ নিতে বিদেশী দলগুলো ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

ঢাকা: আন্তর্জাতিক জুরখানে কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। এরই মধ্যে এসেছে ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, কাজাখস্তান ও উজবেকিস্তান।



প্রতিযোগিতাকে সামনে রেখে ফেডারেশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ভেন্যু ঢাকা উডেন ফোর জিমনেসিয়ামকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী ২৮ জুলাই থেকে আন্তর্জাতিক এ কুস্তি প্রতিযোগিতার পর্দা উঠবে রাজধানী ঢাকায়।

বিশ্বের ২৫টি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করছেন কুস্তি ফেডারেশনের কর্মকর্তারা। এরইমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে ১৭টি দেশ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘন্টা, ২৫ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।