ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ইরাকও যাচ্ছে অনূধর্ব-১৬ ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১

ঢাকা: আগামী ২৯ জুলাই প্রথম সাফ যুব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।   এই দলের পরবর্তী মিশন ইরাকে।



সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইরাক যাবে। এরই মধ্যে বাফুফের কাছে প্রাথমিক দল ও কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে।

এদিকে সাফ যুব চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের নূন্যতম স্বপ্ন সেমিফাইনাল হলেও কিন্তু  ইরাকে সেভাবে তেমন কোন স্বপ্ন নেই। কারণ বাংলাদেশ যে গ্রুপে খেলবে সেই গ্রুপ ‘এ’ তে স্বাগতিক ইরাক ছাড়াও শ্রীলঙ্কা, প্যালেস্টাইন, ইরান এবং কাতার রয়েছে। তাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে যথাক্রমে ১২, ১৪, ১৭, ১৯ ও ২২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘন্টা, ২৪ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad