ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

টেনিস

ব্রিটিশ নাম্বার ওয়ানের কাছে শিরোপা হারালেন ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ব্রিটিশ নাম্বার ওয়ানের কাছে শিরোপা হারালেন ভেনাস ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনাস উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) ট্যুর টাইটেল জিতলেন জোহানা কন্তা। যুক্তরাষ্ট্রে নারীদের টেনিস ইভেন্ট ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক টুর্নামেন্টের ফাইনালে তিন সেটের জয়ে শিরোপা উঁচিয়ে ধরেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

প্রথম দুই সেটে দু’জনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাই উপভোগ করেন দর্শকরা। ৭-৫ গেমে জিতে কন্তা লিড নেওয়ার পর একই ব্যবধানে সমতায় ফেরেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস।

তবে তৃতীয় সেটের একপেশে জয়ে রেকর্ড বুকে নাম লেখান ২৫ বছর বয়সী কন্তা। ৬-২ গেমে হারের লজ্জায় ডোবেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস। মার্কিন টেনিস তারকাকে হারিয়ে কন্তা ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন।

শিরোপা জয়ের মধ্য দিয়ে রিও অলিম্পিকের (৪ আগস্ট শুরু) প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারলেন কন্তা। আগামী মাসের শেষদিকে শুরু হবে ইউএস ওপেন। এর আগে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলেছিলেন তিনি। এবার ডব্লিউটিএ ট্যুরে কন্তাকে দেখা গেল আরও পরিণত!

৩৫ বছর আগে সবশেষ ব্রিটিশ নারী হিসেবে ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভার্জিনিয়া ওয়েড। ৪৫তম আসরে এসে দীর্ঘ অপেক্ষারই ইতি টানলেন কন্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।