ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

তামিমের কুঁচকির চোট সামান্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১
তামিমের কুঁচকির চোট সামান্য

ঢাকা: জাতীয় দলের ব্যাটসম্যান তামিম ইকবালের কুঁচকির চোট অনেকটাই সেরে গেছে। রোববার চোট আক্রান্ত কুঁচকিতে স্ক্যানের পর খুব সামান্য টান দেখতে পেয়েছেন চিকিৎসকরা।



বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বাংলানিউজকে জানান,“আশা করি দুই থেকে তিনদিনের মধ্যে চোটমুক্ত হবে তামিম। স্ক্যান রিপোর্টে তার কুুঁচকির পেশিতে খুব সামান্যই টান স্পষ্ট হয়েছে। সোমবার নেটে ব্যাট করবে। রানিং করবে তিনদিন পর। আমাদের বিশ্বাস জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচটা খেলতে পারবে সে। ”

ইংলিশ কাউন্টিতে ১৫ জুলাই কুঁচকির পেশির টান নিয়েই ম্যাচ খেলেছেন তামিম। নটিংহ্যামশায়ার খেলেছে সাকিব আল হাসানের দল উস্টারশায়ারের বিপক্ষে। ১৭ জুলাই দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন জাতীয় দলের সহ-অধিনায়ক।

২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে ব্যাটে-বলের এক সেশন অনুশীলন করে যাওয়ার ইচ্ছে তামিমের। সোমবার ঐচ্ছিক অনুশীলন হওয়ায় তামিম ছাড়াও অধিনায়ক সাকিব, পেসার রুবেল হোসেনসহ ঢাকার বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১১



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।