ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

লেবাননের কাছে ০-৪ গোলে হার বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
লেবাননের কাছে ০-৪ গোলে হার বাংলাদেশের

ঢাকা:বিশ্বকাপ প্রাক বাছাই পর্বের খেলায় লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচেই ০-৪ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাংলাদেশের জন্য অনেকটাই সুদূর পরাহত।



শনিবার বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়ামে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ১৬ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ। লেবাননের পক্ষে গোলটি করেন হাসান মাতুক। ২৭ মিনিটে মাহমুদ এল আলির গোলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৫৫ মিনিটে আলি আল সাদি ও ৬৪ মিনিটে বদলী খেলোয়াড় তারিক এল বাকির গোলে বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

৪৪ মিনিটে গোল পরিশোধের একটি সুযোগ হারায় বাংলাদেশ। মামুনের ফ্রি কিক থেকে এমিলির হেড গোল লাইন ক্রস করলেও সেটি বাতিল করে দেন রেফারি।

আগামী ২৮ জুলাই ঢাকায় লেবাননের বিপক্ষে ফিরতি ম্যাচটি হবে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।