ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

তরুণদের সহায়তার আহ্বান পাক কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
তরুণদের সহায়তার আহ্বান পাক কোচের

লাহোর: জিম্বাবুয়ে সফরের আগে তরুণ ক্রিকেটারদের সাহায্য করার জন্য সাবেক ক্রিকেটার জাবেদ মিয়াঁদাদ ও ওয়াসিম আকরামকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনুস।

ওয়াকার বলেন,“তারা (মিয়াঁদাদ ও আকরাম) গ্রেট ক্রিকেটার।

তরুণরা তাদের সঙ্গ পেলে ভালো হবে। আমি খুশি হবো তারা যদি ক্যাম্পে এসে সহযোগিতা করেন। ”

সাবেক এই পেসার বলেন,“আগামী ছয়মাস আমাদের সূচি খুবই কঠিন। আর আমাদের পারফরমেন্স নির্ভর করবে র‌্যাঙ্কিংয়ের কোন অবস্থানে আছি আমরা। ”

এ মুহূর্তে সিডনিতে আছেন পাক কোচ। বলেন,“এখন আমার সব নজর ক্রিকেটের ওপর। ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটের খেলার সূচি সামনে। ”

জিম্বাবুয়ের উদ্দেশ্যে আগামী ২৮ আগস্ট দেশ ছাড়বে পাকিস্তান। সফরে একটি টেস্ট, তিনটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।