ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

কেনিয়ার কোচ মাইক হেসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
কেনিয়ার কোচ মাইক হেসন

নাইরোবি: নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মাইক হেসনকে জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কেনিয়ার ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার এলডিন বিপটেস্টের স্থলাভিষিক্ত হলেন হেসন।

বিশ্বকাপে কেনিয়ার বাজে পারফরমেন্সের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিপটেস্ট।

ক্রিকেট কেনিয়ার প্রধান নির্বাহী টম সিজার্স এক বিবৃতিতে বলেন,“মাইকের চাকুরি নিশ্চিত করতে পেরে আমরা খুশি। খেলোয়াড়দের উন্নতি ও দলের সাফল্যের ক্ষেত্রে তার রেকর্ড অসাধারণ। ”

নিউজিল্যান্ডের প্রাদেশিক দল ওটেগা ভোল্টস থেকে কেনিয়ার জাতীয় দলে যোগ দিলেন হেসন। তার অধীনে ওটেগা ঘরোয়া লিগে দুইবার চ্যাম্পিয়ন হয়। ছয় বছর এই ক্লাবের দায়িত্ব পালন করেন তিনি।

৩৬ বছর বয়সী হেসন ছিলেন কিউই দলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ। তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড ‘এ’ ও উদিয়ান ক্রিকেটারদের নিয়েও। এছাড়া ইংলিশ কাউন্টি ক্লাব গ্লোউস্টারশায়ারের সহযোগী কোচ হিসেবে কাজ করেছেন হেসন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।